ডেস্ক রিপোর্ট: আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। করোনাভাইরাস মহামারির মধ্যেও নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার মিশিগানে সমাবেশ করার অনুমতি মেলেনি তার।রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি চেয়েছিলেন মিশিগানে বিশাল সমাবেশ করতে কিন্তু করোনা মহামারির কারণে সেই সমাবেশের অনুমতি দেয়া হয়নি। খবর ইউএসএ টুডের।তিনি অভিযোগ করে বলেন, ডেমোক্র্যাটরা উদ্দেশ্যমূলকভাবে তাদের স্কুল এবং রাজ্যগুলো বন্ধ রাখছে। তবে মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্কুল খোলার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী সাত সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া মিশিগানে সমাবেশ করার ট্রাম্পের কোনো আবেদন পাননি বলেও জানিয়েছেন গ্রিচেন।প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের সমালোচনা করে বলেন, ‘যেসব রাজ্যে ডেমোক্র্যাটরা ক্ষমতায় রয়েছে, সেসব রাজ্যে আমাকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। আমি মিশিগানে, নেভাদায়, মিনেসোটায় সমাবেশ করার অনুমতি পাইনি। স্বাস্থ্য ঝুঁকির জন্য মিশিগানে অনুমতি দেওয়া হয়নি, সতর্কতা বজায় রেখেই তারা আমাকে সমাবেশের অনুমতি দিতে পারত।’করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা নিয়ে বেশি বাড়াবাড়ির পক্ষে নন। তিনি মাস্ক পরা বাধ্যতামূলক করারও পক্ষে নন।
এবার মিশিগানে সমাবেশ করার অনুমতি মেলেনি ট্রাম্পের
0
Share.