চীনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের নৌমহড়া

0

ডেস্ক রিপোর্ট: চীনের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে মার্কিন বাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনী। সোমবার যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ় ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে এই নৌমহড়ায় অংশ নেয়। নৌবাহিনী এই মহড়াকে নিয়ম মাফিক বললেও বর্তমান পরিস্থিতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চীনের প্রতি বার্তাবাহী বলেই মনে করছেন কূটনীতিকরা।ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চীনের স্পর্শকাতর পণ্য রফতানি রুট মালাকা প্রণালীর কাছেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারত জাগুয়ার যুদ্ধবিমান মোতায়েন করেছে। বিমানবাহীর সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, সেখানে বিমান ঘাঁটিতে ১০টি জাগুয়ার যুদ্ধবিমান রাখা হয়েছে। পাশাপাশি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও মেতায়েন করা হয়েছে। ভারত উপকূলীয় ১২০০ কিলোমিটার এলাকা পাহাড়া দিতেই এ ব্যবস্থা নিয়েছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বিশ্লেষক ক্যাপ্টেন (অব) ডি কে শর্মা বরেছেন, চলতি বছরের শেষ দিকে মালাবার উপকূলে ভারত-মার্কিন নৌমহড়া হওয়ার কথা। তার আগে সুযোগ এলে বন্ধু দেশের নৌবাহিনীরা ‘পাসেক্স’ নামে এমন মহড়া চালায়। এতে দু’পক্ষের বোঝাপড়া বাড়ে। সম্প্রতি ফরাসি নৌবাহিনীর সঙ্গেও এমন ‘পাসেক্স’ মহড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী। ক্যাপ্টেন শর্মা জানিয়েছেন, এই মহড়ার পরে মালাবারের মহড়াও হবে।

Share.