করোনায় ১৫ দিনের মধ্যে এক পরিবারের ৫ সদস্যের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: ভারতের ঝাড়খন্ড রাজ্যের হতভাগ্য পরিবারটির ক্ষেত্রে ‘মর্মান্তিক’ শব্দটিও বোধ হয় যথেষ্ট নয়। মায়ের মৃত্যুর পর শেষযাত্রায় মরদেহ কাঁধে নিয়েছিলেন পাঁচ ছেলে। তখন ছেলেরা জানতেন না, তাঁদের মা করোনায় আক্রান্ত। শেষকৃত্যের পর ছেলেরা জানলেন, তাঁদের মায়ের করোনা হয়েছিল। এরপর করোনায় আক্রান্ত হয়ে একে একে মৃত্যু হয় পাঁচ ছেলের। চারজনের মৃত্যু হয় করোনায় আক্রান্ত হয়ে। অন্যজন ক্যানসারে মারা যান। মাত্র ১৫ দিনের ব্যবধানে শেষ হয়ে গেল প্রায় গোটা পরিবার।গত জুন মাসের কথা। একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল ঝাড়খন্ডের ওই পরিবার। ওই অনুষ্ঠান থেকে করোনায় সংক্রমিত হন ৮৮ বছরের এক নারী। ক্রমেই অসুস্থ হওয়ায় তাঁকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর জানা যায়, ওই বৃদ্ধা করোনায় আক্রান্ত ছিলেন। ওই নারীর ছয় ছেলে। তাঁদের মধ্যে মায়ের শেষকৃত্যে পাঁচজন মায়ের মরদেহ কাঁধে করে নিয়ে যান শ্মশানে। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে বাড়ি ফেরার পর হাসপাতাল থেকে খবর আসে যে ওই বৃদ্ধা করোনায় আক্রান্ত ছিলেন। সংবাদ সংস্থা আইএএনএস এ খবর জানিয়েছে।এরপর একে একে বৃদ্ধার পাঁচ সন্তানই অসুস্থ হতে থাকেন।  সবাইকে ভর্তি করতে হয় হাসপাতালে। মায়ের মৃত্যুর ১৫ দিনের মধ্যেই পাঁচ সন্তানও মারা যান।হাসপাতাল সূত্রে খবর, পাঁচজনের মধ্যে এক ছেলে ক্যানসারে আক্রান্ত ছিলেন। বাকি চার ছেলের মৃত্যুই হয়েছে করোনায়।

Share.