সফল কেরিয়ার ছেড়ে অভিনয়ে

0

বিনোদন ডেস্ক: স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না। তবে বলিউডের এই সেলিব্রিটিদের স্বপ্ন সত্যি হয়েছে। লাখ লাখ টাকার চাকরি ছেড়েছেন কেউ, অনেকে আবার ছিলেন অন্য পেশায়। সেখানকার সফল কেরিয়ার ফেলে চলে এসেছেন অভিনয় করতে। বলিউডেও এমন উদাহরণ অনেক। তাদের মধ্যে অনেকেই এখন সুপারস্টার। দেখে নিন বলিউডের সেই তারকাদের জীবনের অজানা দিক।

অক্ষয় কুমার: বলিউডে আসার আগে ব্যাংককে মার্শাল আর্টসের ট্রেনিং নিয়েছিলেন অক্ষয় কুমার। রেস্তোরাঁর সেফ হিসাবে প্রশিক্ষণও নিয়েছিলেন। ট্রেনার হিসাবে শুরু করেছিলেন কর্ম জীবন। কিন্তু বলিউডে অভিনয়ের সুযোগ হাতছাড়া করেননি। নেশার টানে ছেড়েছিলেন ব্যাংককের সফল কেরিয়ার। এখন বলিউডের অন্যতম সেরা অভিনেতা তিনি। ভক্তরা তাকে ভালোবেসে খিলাড়ি বলেন। অক্ষয় বিয়ে করেছেন রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে অভিনেত্রী-লেখিকা টুইঙ্কেল খান্নাকে।

দীপিকা পাড়ুকোন: বাবা প্রকাশ পাড়ুকোন আন্তর্জাতিক স্তরের ব্যাডমিন্টন খেলোয়া়ড়। ছোট থেকেই খেলার আবহে ব়ড় হয়ে ওঠা দীপিকাও ব্যাডমিন্টনে যথেষ্ট চৌখস। কিন্তু নেশা অভিনয়ের টানে খেলাকে খুব একটা আমল দেননি কোনো দিনই। অভিনয় জীবনে পা রাখার আগে মডেলিং করতেন। তার সঙ্গে সঙ্গেই জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড়ও ছিলেন দীপিকা। তারকা খেলোয়াড় বাবার মেয়ের যে ব্যাডমিন্টনের প্রতি ঝোঁক থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই ছোটবেলা থেকেই প্র্যাকটিস শুরু করেছিলেন তিনি। খেলতে এতটাই ভালোবাসেন এবং নিজের স্কিল এতটাই গড়ে তুলতে পেরেছিলেন যে, জাতীয় স্তরের চ্যাম্পিয়ানশিপও খেলতেন তিনি। তার সহ-খেলোয়াড় মেয়েদের দলের সঙ্গে হামেশাই যেতেন ভিনরাজ্যে। অংশ নিতেন প্রতিযোগিতায়। লকডাউনের অবসরে বসে সেই সব দিনের ছবি শেয়ার করেছিলেন দীপিকা।

পরিনীতি চোপড়া: পড়াশোনায় বরাবরই ছিলেন প্রথম সারিতে। কলেজের পাঠ চুকিয়ে যশ রাজ ফিল্মসের মার্কেটিং বিভাগে কর্মজীবন শুরু করেছিলেন ‘ইশাকজাদে’র নায়িকা। অভিনয়ের জন্য পরে ছেড়ে দেন সফল কেরিয়ার। ১৭ বছর বয়সে লন্ডন পাড়ি দেন পরিণীতি। সেখান থেকে স্নাতক স্তরে তিনটি ডিগ্রি নিয়ে দেশে ফেরেন। ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে বিজিনেস, ফিন্যান্স আর ইকোনমিক্স-এ স্নাতক শেষ করেন পরিণীতি। তবে পড়াশোনার পাশাপাশিই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবে কাজও করেছেন। তার অনেক পরে পরিণীতির জীবনে আসে সিনেমা। সম্পর্কে আবার প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন হন পরিণীতি। আপাতত সাইনা নেহওয়ালের বায়োপিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ভিকি কৌশল: নয়া প্রজন্মের মধ্যে বলিউড অভিনেতা ভিকি কৌশলের ফ্যানের সংখ্যা অসংখ্য। ভিকি কৌশল মানেই টল, ডার্ক, হ্যান্ডসাম নায়ক। সঙ্গে অসম্ভব ভালো অভিনয়। কিন্তু ছেলে যে এমন প্রতিভাবান, ভিকির ডেবিউ ছবি ‘মাসান’ রিলিজের আগেও তা জানতেন না তার বাবা। নীরজ ঘেওয়ান ও ভিকি কৌশল এরপর পরিচালক অনুরাগ কাশ্যপের সহকারি হিসেবে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এ কাজ করেন। তখনও নীরজ ‘মাসান’-এর স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। ‘মাসান’-এ অভিনয়ের সুযোগ পাওয়ার আগে করপোরেট অফিসে চাকরি করতেন ভিকি কৌশল। এমনকী ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে ইন্টারভিউতেও তিনি জানিয়েছিলেন, থিয়েটারের প্রতি তার প্রেমের কথা। ভিকির কথায়, ‘আমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন ইঞ্জিনিয়ার হতে চাইলেন? আমি বলেছিলাম, একজন সাধারণ মানুষ একটি বড় বিল্ডিংকে শুধু দেখতে পারে, একজন ইঞ্জিনিয়ার ওই বিল্ডিংটি তৈরি করতে পারে। আমাকে আর কোনো টেকনিক্যাল প্রশ্নই করেনি। সঙ্গে সঙ্গে চাকরি হয়ে যায়। কিন্তু অভিনয়ের জন্য আমি চাকরিটা করিনি।’

তাপসী পান্নু: বলিউডে পা রাখার আগে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন তাপসী পান্নু। দিল্লির গুরু তেগ বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন ‘পিংক’-এর অভিনেত্রী। কিন্তু চাকরি করলে কী হবে? মন যে তার পড়েছিল সিনেমায়। তাড়াতাড়ি ডাকও চলে এসেছিল বলিউড থেকে। বলিউডে পা রাখার আগে তামিল, তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেছিলেন তিনি। পেয়েছিলেন বেশ কয়েকটি বিজ্ঞাপন করার সুযোগও। এই মুহূর্তে বলিউডের নামকরা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন তাপসী। একের পর এক ছকভাঙা নতুন নতুন চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।

Share.