ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। এখন পর্যন্ত দেশে মারা গেছেন ২ হাজার ৯৬৫ জন। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১০৪ জন করোনাভাইরাসে মারা গেছেন। একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৪৫ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬৭৮ জনের। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৫ হাজার ৫৬৪ জন। তবে সুস্থ হয়েছে ১ কোটি ৩৭ হাজার ৭৮৮ জন। করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোতে। উত্তর আমেরিকার দেশটিতে এসময় মারা গেছে ৭২৯ জন। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৭২ ও মৃত্যু ৩৭
0
Share.