কর্মস্থল ত্যাগ করে গ্রামে যাওয়ায় হাইকোর্টের কর্মী বরখাস্ত

0

ঢাকা অফিস: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এম.এল.এস.এস আনোয়ার সাদত খানকে অসদাচরণের অভিযোগে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে সোমবার (২৮ জুলাই) অফিস আদেশ জারি করা হয়েছে। ওই ব্যক্তি এক বিচারকের বাসভবনে কর্মরত ছিলেন।আদেশে বলা হয়, আদালতের নির্দেশ অমান্য, ক্লিয়ারেন্স ছাড়াই কর্মস্থল ত্যাগ, দায়িত্বে অবহেলা প্রভৃতি কারণে চতুর্থ শ্রেণির কর্মচারী আনোয়ার সাদাত খানকে বরখাস্ত করা হলো।আনোয়ার সাদত খান হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হকের বাসভবনে কর্মরত ছিলেন। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো এবং নিরাপত্তার জন্য গত ২৬ মার্চ থেকে তাকে কর্মস্থলে না এসে বাসায় অবস্থান করতে বলা হয়। কিন্তু তিনি তা অমান্য করে ময়মনসিংহের নিজ বাড়িতে চলে যান।এরপর থেকে তিনি আর সুপ্রিম কোর্টের সঙ্গে যোগযোগ করেননি বলে তার বিরুদ্ধে অভিযোগ। এ অবস্থায় মানা করার পরও কর্মস্থল ত্যাগ করা, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, কর্তব্যকাজে অবহেলা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।প্রসঙ্গত, গত ২৩ জুলাই আসন্ন ঈদুল আজহার ছুটিতে আদালত সংক্রান্ত আইনজীবী ও কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেন আদালত।

Share.