রবিবার, নভেম্বর ২৪

বিষমুক্ত মাধবকুণ্ড ঝরনার পানি

0

ঢাকা অফিস: মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড ঝরনার পানিতে মাছসহ অন্যান্য জলজ প্রাণির বাঁচাতে এবং পানি বিষমুক্ত করতে ওষুধ ছিটানো হয়েছে। এরপর পানি স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। বড়লেখা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার (৪ নভেম্বর) ঝরনার পানিতে ওষুধ ছিটানো হয়েছে। পানির পিএইচ, দ্রুত বিভূত অক্সিজেন, অ্যামোনিয়া, হার্ডনেস, টিডিএস স্বাভাবিক আছে। আশা করছি, এখন থেকে আর মাছ মারা যাবে না। পানিতে রাসায়নিক জাতীয় বিষ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনও মাছ শিকারি পাহাড়ি বিষলতা পানিতে প্রয়োগ করায় মাছ ও জলজ জীব মরেছে। তিনি আরও বলেন, পানি ও মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। মাধবকুণ্ড ঝরনার পানিতে বিষ প্রয়োগের ঘটনায় বন বিভাগের বিট অফিসার শেখর রঞ্জন রায় বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বড়লেখা থানার ওসি ইয়াছিনুল হক বলেন, বন বিভাগের পক্ষ থেকে জিডি করেছেন। তারই আলোকে তদন্ত করে দেখা হচ্ছে।

Share.