ঢাকা অফিস: উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারা হলেন- সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, কার্যকরী সদস্য অধ্যাপক মাহবুব কবির ও অধ্যাপক সাঈদ ফেরদৌস। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে হামলারা পর সন্ধ্যায় এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান তারা। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘হামলায় ছাত্র-শিক্ষক উভয়ই আহত, লাঞ্ছিত ও হেনস্তা হয়েছেন। বিষয়টাকে শুধু দুঃখজনকই বলতে পারলাম। এর বেশি কিছু করতে পারলাম না। একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত নিতে পারি না, বিচার চাইতে পারি না। তাহলে শিক্ষক সমিতিতে থেকে আমরা কিভাবে যথাযথভাবে দায়িত্ব পালন করব?’ রাতেই শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারের কাছে পদত্যাগপত্র পৌঁছে দেয়া হবে বলে জানান সোহেল রানা।
জাবি শিক্ষক সমিতির সম্পাদকসহ ৪ জনের পদত্যাগের ঘোষণা
0
Share.