পাকিস্তানে বিক্ষোভে গ্রেনেড হামলায় আহত ৩০

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের করাচিতে বুধবার একটি র‌্যালিতে গ্রেনেড হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এমন এক সময় এই হামলার ঘটনা ঘটেছে, যখন কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রথম বর্ষপূর্তি হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো অবস্থায়ই আশঙ্কাজনক নেই। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে। করাচি পুলিশ প্রধান গোলাম নবি মেমোন বলেন, র‌্যালিতে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সিন্ধুদেশ বিপ্লবী আর্মি(এসআরএ) নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাস ধরেই তারা সক্রিয় রয়েছে।এর আগে জুনে তাদের তিনটি হামলায় দুই সেনাসহ চার ব্যক্তি নিহত হন। তারা পাকিস্তানের সিন্ধু প্রদেশকে আলাদা করে একটি রাষ্ট্র গঠনের দাবি তুলছে।বেলুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গেও তারা সংহতি প্রকাশের কথা জানিয়েছে।এদিন পাকিস্তানজুড়ে বেশ কয়েকটি বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। হামলার পর করাচিতে জামায়াতে ইসলামির একটি বিক্ষোভ স্থগিত রাখা হয়েছে।

Share.