করোনা : বিশ্বব্যাপী মৃত ৭ লাখ ৬ হাজারের বেশি

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ১৯৬ জনে।  ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৪৩৪ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ২১ লাখ ৬২ হাজার ১৫৮ জন সুস্থ হয়ে উঠেছে।করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৭৩ হাজার ৫৬৮ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০১ জন।আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে ব্রাজিলের অবস্থা অনেকটা নাজুক। দেশটিতে মৃত্যুর সংখ্যা লাখের আরও কাছে চলে এসেছে। ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ৯৭ হাজার ৪১৮ জনে দাঁড়িয়েছে। বৈশ্বিক মৃত্যুর তালিকায় দ্বিতীয়স্থানে আছে লাতিন আমেরিকার দেশটি। মৃত্যুর মতো আক্রান্তের তালিকায়ও বৈশ্বিক তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৬২ হাজার ৭৬১ জন। আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে ভারত। দেশটিতে ১৯ লাখ ৬৩ হাজার ২৩৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুতে পঞ্চমস্থানে আছে ভারত। দেশটিতে মৃতের সংখ্যা ৪০ হাজার ৭৩৯ জনে দাঁড়িয়েছে।এদিকে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ২৬৭ জনের মৃত্যু হলো। এছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৬৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Share.