বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ভূমিহীনদের ওপর হামলা, মামলা, নির্যাতন এবং প্রধানমন্ত্রীর দেয়া জমি দখলের পাঁয়তারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তারা এ মানববন্ধন করেন তারা। গাইবান্ধার পলাশবাড়ীতে দুপুরে ভূমিহীনদের আয়োজনে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেয়।মানববন্ধনে বক্তারা বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার বরিশাল ইউনিয়নের কোমরপুর গ্রামে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড থেকে ভূমিহীনদেরকে ৩৬ শতক জমি বন্দোবস্ত করা হয়। এরপর ৪ শতক করে প্লট আকারে প্রত্যেক ভূমিহীনকে এ জমি দেয়া হয়। সরকারের দেয়া প্রায় ১ কোটি মূল্যের এ জমি বিভিন্নভাবে দখলের চেষ্টা চালাচ্ছে সংঘবদ্ধ ভূমিদস্যুরা। ওই জমি দখলের চেষ্টাকালে প্রায়ই ভূমিহীনদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে সংঘবদ্ধ চক্রটি।বক্তারা অভিযোগ করে বলেন, পলাশবাড়ির বরিশাল গ্রামের রফিকুল ইসলাম নামে একজন ভূমিদস্যু নিজেই ওই জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। সম্প্রতি সময়ে তার সন্ত্রাসী দল ভূমিহীনদের পরিবারদের অবরুদ্ধ করে রেখেছে। ওই জমি থেকে চলে যাওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। মানববন্ধনে বক্তারা বলেন, বিষয়টি পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানালেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় আজ আমরা মানববন্ধন পালন করছি।তারা আরও বলেন, কিছুদিন আগে একদল সন্ত্রাসী ওই জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করার জন্য অতর্কিত হামলা করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। খোলা আকাশের নিচেও আমাদের থাকতে দিচ্ছে না সন্ত্রাসী দলটি। প্রধানমন্ত্রীর দেয়া জমি আমরা কিছুতেই হারাতে দিবো না। এ ব্যাপারে তারা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
প্রধানমন্ত্রীর দেয়া জমি দখলের চেষ্টা, ভূমিহীনদের মানববন্ধন
0
Share.