লেবানন থেকে দেশে ফিরেছেন ৭১ বাংলাদেশি

0

ডেস্ক রিপোর্ট: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে দেশে ফিরেছেন আটকেপড়া ৭১ বাংলদেশি।বুধবার সকালে বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানযোগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গত ৪ আগস্ট বৈরুতে বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চার বাংলাদেশিসহ ১৭১ জন নিহত হন। আহতদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ বাংলাদেশি রয়েছেন।বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় গত ৯ আগস্ট বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর একটি বিমান। ত্রাণ সহায়তা শেষে ফিরতি পথে ওই বিমানযোগে দেশে ফিরেছেন সেখানে অনেক দিন ধরে আটকেপড়া ৭১ বাংলাদেশি।

Share.