নিরাপত্তা পরিষদে প্রস্তাব নাকচ হবে জানতাম: ট্রাম্প

0

ডেস্ক রিপোর্ট: ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিরাপত্তা পরিষদ। এর একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি জানতাম যে, নিরাপত্তা পরিষদে প্রস্তাব নাকচ হবে। শনিবার সংবাদ সম্মেলনে এমনটি বলেন ট্রাম্প। খবর সিএনএনের।এসময় ইরানকে হুঁশিয়ারি দিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আপনারা দেখবেন কী ব্যবস্থা নেয়া হচ্ছে। ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু ইস্যুতে ব্যবস্থা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ট্রাম্প।শুক্রবার নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে তোলা মার্কিন প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থনে মাত্র একটি দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্রের মিত্র ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ ১১টি দেশ ভোটদানে বিরত ছিল। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পক্ষে বিপক্ষে দুটি করে ভোট পড়ে।

Share.