করোনা রোধে কুয়েতে ৪র্থ ধাপের কার্যক্রম শুরু

0

ডেস্ক রিপোর্ট: কুয়েতে পাঁচ ধাপে স্বাভাবিক জীবনে ফেরার সরকারি কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার খুলে দেয়া হচ্ছে আরও বেশ কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে, আগামী ২০ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে চলমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে বলেও জানা গেছে।  কুয়েত সরকার পাঁচ ধাপে স্বাভাবিক জীবনে ফেরার যে পদক্ষেপ নিয়েছে তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে ৪র্থ ধাপ শুরু করা হয়েছে। রাত ৯টা থেকে রাত ৩টা পর্যন্ত চলমান কারফিউ নিয়ে ২০ আগস্ট মন্ত্রীসভার বৈঠকে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে।
এই ধাপে চালু হচ্ছে খাদ্যদ্রব্যের দোকান, স্বাস্থ্য ক্লাব, দর্জি দোকান, সেলুনসহ নিত্য প্রয়োজনীয় দোকানপাট ও গণপরিবহন।
সরকারের এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিরা স্বস্তির কথা জানিয়েছেন। পাশাপাশি প্রবাসীদের সরকারের এই সিদ্ধান্ত মেনে চলার পরামর্শও দিয়েছেন কমিউনিটি নেতারা।

Share.