হঠাৎ সৌদি সফরে পাক সেনাপ্রধান

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সৌদি আরবের সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ বিন হামিদ আল-রওয়ালির সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের গণমাধ্যম জানায় সোমবার রিয়াদে তাদের সাক্ষাৎ হয়। এদিকে তুর্কি গণমাধ্যম আনাদলু নিউজ জানায়, এমন এক সময় তাদের এই সাক্ষাৎ হয়েছে, যখন অধিকৃত কাশ্মীর নিয়ে দীর্ঘদিনের দুই মিত্রের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে।যদিও তাদের এই বৈঠক পূর্বপরিকল্পিত ছিল বলে জানা গেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে সৌদির উষ্ণ প্রতিক্রিয়ায় ইসলামাবাদের বিরল সমালোচনার পর রিয়াদের তিক্ততা লাঘব করতেই এই সফর। সৌদি সেনাপ্রধান ছাড়াও দেশটির যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল(স্টাফ) ফাহাদ বিন তুর্কি আল-সৌদের সঙ্গেও তিনি দেখা করেন। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এ সময় তাদের মধ্যে সামরিক সম্পর্ক ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। সৌদিতে পা রাখার পরেই জেনারেল বাজওয়াকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে স্বাগত জানান আল-রাওলি। এসময় তাকে গার্ড অফ অনার দেয়া হয়।

Share.