আক্রান্ত ব্যক্তির শরীরে ৩ মাস থাকে করোনা, দাবি মার্কিন বিজ্ঞানীদের

0

ডেস্ক রিপোর্ট: করোনার প্রভাব কমার কথা শোনা গেলেও সব দেশের জন্য তা নয়। অনেক দেশে এখনও প্রকোপ বেড়েই চলেছে। নানা রকমের রূপ পাল্টাতে দেখা যাচ্ছে করোনাকে। বেরিয়ে আসছে রোগটি সম্পর্কে নতুন নতুন তথ্য। তেমনই এক নতুন তথ্য দিলেন মার্কিন বিজ্ঞানীরা। তাদের দাবি, একবার কোনও ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন, সেক্ষেত্রে দ্বিতীয়বার তার আর আক্রান্তের সম্ভাবনা প্রায় থাকে না। অন্তত এখনও পর্যন্ত এমনটাই প্রমাণ পেয়েছে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সেটার কারণ হিসেবে তারা জানিয়েছেন, কোনও ব্যক্তি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠলেও তার দেহে এই ভাইরাস খুব কম শক্তিশালী হলেও তিন মাস থেকে যাচ্ছে। এমনকি তিন মাসের মধ্যে যখন ফের একবার তার পরীক্ষা হচ্ছে তখন ধরাও পড়ছে। তবে এটা যে নতুনভাবে আক্রান্ত হচ্ছে তা কিন্তু নয়। তবে আশার কথা এটাই যে, ১৪ থেকে ১৬ দিন পর যখন কোভিড পজিটিভ রোগী সুস্থ হয়ে উঠছেন এরপর তার দেহে ভাইরাস থাকলেও সে ভাইরাস পরবর্তী তিনমাস অন্য কারুর দেহে সংক্রমিত হচ্ছে না। সিডিসির পক্ষ থেকে আরো জানানো হয়, করোনা ভাইরাসের পুনরায় আক্রমণ নিয়ে বিশদ কোনও খবর নেই। কোনও প্রমাণও পাওয়া যায়নি যে এমনটাই হচ্ছে। তবে আমরা বাকি তদন্ত চালিয়ে যাচ্ছি। এদিকে আক্রান্ত হওয়ার পরবর্তী তিন মাসে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা তৈরি হচ্ছে সে বিষয়ে প্রামাণ্য কোনও যুক্তি দেওয়া হয়নি সিডিসির পক্ষ থেকে। যেহেতু এই ভাইরাস দেহে থেকে যাচ্ছে তাই নতুন করে আক্রান্ত কিন্তু হচ্ছে না। তাই তারা মনে করেন, কোনও ব্যক্তি সম্পূর্ণ করোনামুক্ত কি না তা পরীক্ষা করতে হলে তিন মাস পরই করা উচিত।

Share.