সামরিক স্বাস্থ্যসেবায় ব্যয় কমানোর প্রস্তাব প্রত্যাখান ট্রাম্পের

0

ডেস্ক রিপোর্ট: মার্কিন সামরিক স্বাস্থ্যসেবার ব্যয় কমানোর কোন প্রস্তাব গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক স্বাস্থ্যসেবায় ২.২ বিলিয়ন ডলার ব্যয় কমানোর যে প্রস্তাব পেন্টাগন দিয়েছে তা প্রত্যাখ্যান করে সোমবার (১৭ আগস্ট) এক টুইটবার্তায় ট্রাম্প তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।  আমেরিকান রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ প্রতিষ্ঠান পলিটিকো এই তথ্য জানিয়েছে। গত রোববার পলিটিকো এক টুইটে জানায়, মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পারের ব্যয় কমানোর প্রস্তাব নিরীক্ষা করছে পেন্টাগন কর্মকর্তারা। যেখানে মার্কিন সামরিক স্বাস্থ্যসেবায় ২.২ বিলিয়ন ডলার কমানোর প্রস্তাব করা হয়েছে।   এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটবার্তায় বলেন, পেন্টাগন থেকে সামরিক স্বাস্থ্যসেবায় ২.২ বিলিয়ন ডলার ব্যয় কমানোর যে প্রস্তাব; তা আমি সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। আমরা এমন কিছু করবো না যাতে আমাদের দক্ষ সামরিক কর্মকর্তারা অখুশি হন। অন্তত আমি প্রেসিডেন্ট থাকাকালীন তো অবশ্যই করবো না।   আগামী ৫ বছরের জন্য এই ব্যয় সংকোচন করার প্রস্তাব করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর গেন্টাগনের অর্থ ব্যয়ে অদক্ষতা দূর করতে গত বছর থেকে এ নিয়ে কাজ করছেন মার্ক এস্পার। যদিও, জ্যেষ্ঠ সামরিক কর্তারা এর সমালোচনা করে আসছেন। তাদের যুক্তি, এমন সিদ্ধান্ত নিলে অনেক সামরিক ব্যক্তি ও তার পরিবার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারে। এরমধ্যে বর্তমান করোনা মহামারি তো আছেই।  বর্তমানে ৯৫ লাখ ব্যক্তি মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত রয়েছেন। এই বিপুল কর্মী ও এই বাহিনী থেকে অবসরে যাওয়া বহু মানুষ ও তাদের পরিবারের স্বাস্থসেবা এই ব্যয়ের মধ্যেই করা হয়ে থাকে। এছাড়া, পৃথিবীব্যাপী স্বাস্থ্য সেবামূলক শত শত কার্যক্রম পরিচালনা করে থাকে পেন্টাগন। এরই মধ্যে রয়টার্সসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে, এস্পার ও সামরিক ব্যক্তির মধ্যে বাড়তে থাকা মতবিরোধের কারণে  ট্রাম্প গত সপ্তাহেই তার উপদেষ্টাদের সঙ্গে আলাপ করেছেন নভেম্বরের নির্বাচনের পরে এস্পারের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে।

Share.