তেলের দাম কমানোর পরিকল্পনা নেই: অর্থমন্ত্রী

0

ঢাকা অফিস: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে পেট্রলিয়ামের দাম কমলেও দেশে জ্বালানী তেলের দাম কমানোর পরিকল্পনা সরকারের নেই।বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে দেড় লাখ টন পেট্রোলিয়াম পণ্য আমদানির প্রস্তাব অনুমোদন শেষে অর্থমন্ত্রী এ কথা জানান।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। অর্থমন্ত্রী হিসেবে দাম কমানোর প্রশ্নে তার মতামত কী, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার কোনও মতামত নেই।’ চলতি বছরের মার্চ থেকে করোনার দাপট শুরু হলে বিশ্বের নানা প্রান্তে শুরু হয় লকডাউন। তাই এ বছরের জ্বালানী তেলের দাম কমছিল। অপরিশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি ৪০ থেকে ৪৫ ডলারে ওঠানামা করছে।

Share.