ডেস্ক রিপোর্ট: কলম্বিয়ায় গতকাল শনিবার মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃথক তিনটি ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এর মধ্যে নারিত ও কাউকা প্রদেশে পৃথক দুই হামলার ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরাউকা প্রদেশে হামলায় আরো পাঁচজনের মৃত্যু হয়।নারিত প্রদেশে হামলা প্রসঙ্গে কলম্বিয়া সেনাবাহিনীর হারকিউলিস টাস্কফোর্সের কমান্ডার জেনারেল নাইরো মার্টিনেজ বলেন, ‘আমরা বলতে পারছি না, নিহত ব্যক্তিরা কোনো গোষ্ঠীর বা একই পরিবারের কিনা।’এদিকে, এসব ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে। তিনি বলেছেন, ‘মাদক কারবারি ও সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় আমরা ব্যথিত।’অন্যদিকে, কলম্বিয়ায় নিরাপত্তা ব্যবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন হিউম্যান রাইটস ওয়াচের আমেরিকা বিভাগের পরিচালক হোসে মিগুয়েল।
কলম্বিয়ায় তিন হামলায় নিহত ১৭
0
Share.