স্পোর্টস ডেস্ক: মারাত্মক ক্ষুব্ধ লিওনেল মেসি। বার্সেলোনার নতুন ম্যানেজার রোনাল্ড কোম্যানের সঙ্গে তার সাক্ষাতের খুঁটিনাটি সংবাদমাধ্যমে বেরিয়ে যাওয়ায় তিনি রাগে ফুঁসছেন। নতুন দায়িত্ব নিয়েই ম্যানেজারের সঙ্গে অধিনায়কের কথা হওয়ার মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু ক্যাম্প ন্যুতে মেসিকে ঘিরে পরিস্থিতি এখন অন্যরকম। এই মুহূর্তে তার ক্লাব ছাড়ার জল্পনা তুঙ্গে। তাই মেসি-কোম্যান সাক্ষাতে কী কথা হয় তা নিয়ে মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক। কিন্তু মেসি চাননি, একেবারে ব্যক্তিগত এই আলাপচারিতার কথা প্রকাশ্যে আসুক। বাস্তবে হয়েছে ঠিক সেটাই। আর্জেন্টিনীয় কিংবদন্তি যে নতুন ম্যানেজারকে বলেছেন, ‘এখন তার মন দলের ভিতরে যত না, তার চেয়ে বেশি বাইরে’ সেটাও ফাঁস হয়ে গিয়েছে! স্বভাবতই প্রচণ্ড চটেছেন মেসি। বার্সা অধিনায়কের ক্ষোভের খবর ছেপেছে আর্জেন্টিনার এক সংবাদপত্র। অবশ্য এমন নয় যে মেসি মনে করেছেন তার বক্তব্য সংবাদমাধ্যমে বিকৃত করা হয়েছে।তিনি বিরক্ত সাক্ষাতের সবকিছুই স্পেনের এমন এক সংবাদমাধ্যম ফাঁস করেছে যারা সব সময় বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের হয়ে প্রচার করে থাকে। মেসির সঙ্গে বার্সার এখনকার প্রশাসনের সম্পর্ক একেবারেই ভাল নয়। প্রেসিডেন্টের লোকজন নাকি বলছেন, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ হারের পরিপ্রেক্ষিতেই চূড়ান্ত দুঃসময়ে ক্লাব ছাড়ার কথা ভাবছেন মেসি।তার বিরুদ্ধে অভিযোগ, ডুবন্ত জাহাজ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করার। সেটা নিয়েও প্রবল আপত্তি মেসির। বেশি আপত্তি অবশ্য তার সঙ্গে কোম্যানের কথার খুঁটিনাটি বার্সা প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সংবাদপত্রে ফাঁস হওয়ায়।এদিকে, স্পেনে খবর লুইস সুয়ারেজকে ছেড়ে দেবে বার্সা। যদিও সুয়ারেজ নিজে বললেন, ‘ক্লাবে কেউ বলেনি, আমাকে রাখা হবে না। বার্সাতে পরিবর্ত হিসেবে খেলতেও আপত্তি নেই।’
কোম্যানের সঙ্গে আলাপচারিতা প্রকাশ, ফের ক্ষুব্ধ মেসি
0
Share.