ফিলিপাইনে বিস্ফোরণে অন্তত ৫ সেনাসহ নিহত ৯

0

ডেস্ক রিপোর্ট: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশে জোড়া বিস্ফোরণে অন্তত পাঁচজন সেনাসদস্যসহ ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। সোমবার দেশটির সেনাবাহিনী ও পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ ও শিনহুয়ার।প্রাথমিক খবরে ফিলিপাইনের সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টার দিকে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। সুলু প্রদেশের রাজাধনী জোলো শহরের একটি ব্যস্ত সড়কে একটি গ্রোসারি দোকানের সামনে ওই বিস্ফোরণ ঘটে। সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র ক্যাপ্টেন রেক্স পেয়ট এবং পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে একটি গ্রোসারি দোকান, একটি কম্পিউটার দোকান ও দুটি সেনা ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্ক করে রাখা একটি মোটরসাইকেল থেকে প্রথম বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন তিনি। এর প্রায় এক ঘণ্টা পর দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্মকর্তারা বলছেন, ১টার দিকে একটি চার্চে ওই বিস্ফোরণ হয়। এটি প্রথম বিস্ফোরণের ঘটনাস্থল থেকে প্রায় ৭০ মিটার দূরে অবস্থিত। এরপর ওই এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী ও ‍পুলিশ। তবে দ্বিতীয় বিস্ফোরণে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি। দুজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, প্রথম বিস্ফোরণে পাঁচজন সেনাসদস্য নিহত হয়েছে। তবে তারা বিস্তারিত কিছু জানাননি। এদিকে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে আবু সায়েফ জঙ্গি গোষ্ঠীর হুমকির কারণে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

Share.