ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের ১৩৯ বছরের পুরনো ঐতিহাসিক গ্রে স্ট্রিট মসজিদে (জুমা মসজিদ) বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার গ্রে স্ট্রিট নামের ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অন্যতম বৃহৎ এই মসজিদে কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়। তবে, সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলাইমান বলেন, এর সাতজন কর্মচারীর জন্য যে ফ্লাটটি রয়েছে, সম্ভবত সেখানে কারো কক্ষ থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে এটা হতে পারে। বার্তা সংস্থা এএফফিকে তিনি বলেন, সম্ভবত এটা একটা দুর্ঘটনা, কোনো দুর্বৃত্ত কর্মকাণ্ড নাও হতে পারে। টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনতলা মসজিদটির ভবনটির উপরের তলা থেকে আগুনের শিখা বের হচ্ছে। সাত হাজারের মতো মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকা এ মসজিদটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দুঃখ প্রকাশ করেছেন। এরই মধ্যে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দেশটির জরুরি বিভাগের মুখপাত্র রবার্ট ম্যাকেনজি এএফপিকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আশেপাশের আরও কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বিখ্যাত মানুষ বিভিন্ন সময়ে গ্রে স্ট্রিট এই মসজিদ পরিদর্শন করেছেন। তাদের মধ্যে রয়েছেন নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ গায়ক ইউসুফ ইসলাম, বক্সিং কিং মোহাম্মদ আলীসহ অনেকে।
দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের পুরোনো মসজিদে আগুন
0
Share.