বাংলাদেশ থেকে বোয়ালমারী উপজেলা প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের তালতলা নামক স্থান থেকে দুই পুলিশের চুরি যাওয়া মোবাইলসহ চার চোরকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এসময় আটকৃত চার চোরের কাছ থেকে তিনটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত তিনটি মোবাইলের মধ্যে বোয়ালমারী থানার দুই কনেস্টবল মো. আবুল বাশার ও মো. নজরুল ইসলামের দুটি মোবাইল রয়েছে। থানার এস আই সাইফুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে গুনবহা তালতলা বাজার এবং গুনবহা গ্রাম থেকে চার মোবাইল চোরকে আটক করা হয়। এ সময় আটককৃত চোরদের কাছ থেকে দুটি স্যামস্যাং জে ফাইভ, একটি অপ্পো মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল তিনটির মধ্যে আমাদের থানার দুই কনেস্টবলের দুটি মোবাইল। ওই দুটি মোবাইল গত এক মাস আগে চুরি হয়। আটকৃতরা হলো গুনবহা গ্রামের ফিরোজ খানের ছেলে সুমন খান (১৯), সাইফুল মোল্যার ছেলে সাজ্জাদ মোল্যা (২০), আবু বক্কার খানের ছেলে সম্রাট খান (১৯) ও দুলু শেখের ছেলে মেহেদি হাসান রাজা (১৯)।বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চার মোবাইল চোরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২৭আগস্ট বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে ।
বোয়ালমারীতে পুলিশের চুরি হওয়া মোবাইলসহ চার চোর আটক
0
Share.