এবার মিটফোর্ড হাসপাতাল থেকে পালালো কয়েদি

0

ঢাকা অফিস: চিকিৎসা নিতে এসে তিন কারারক্ষীর চোখ ফাঁকি দিয়ে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল থেকে শনিবার (২৮ আগস্ট) ভোরে পালিয়ে গেছে এক কয়েদি। পলাতক ওই কয়েদির নাম মিন্টু মিয়া (২৮)। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদকদ্রব্য বিষয়ক মামলার আসামি। তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা অসুখে ভুগছেন। কারা সূত্র জানায়, টাঙ্গাইল কারাগারের বন্দি মিন্টু অসুস্থ হয়ে পড়লে তাঁকে গত ১২ আগস্ট ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে গতকাল শুক্রবার মিন্টু মিয়ার শরীর খারাপ হওয়ায় ওই দিনই রাজধানীর মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়। রাতের বেলা তিনি কৌশলে পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, মিন্টুর সঙ্গে তিনজন কারারক্ষী ছিলেন। এরপরও তিনি কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মিন্টুর বাড়িতে লোক পাঠানোর ব্যবস্থা করছেন বলেও জানান কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ। উল্লেখ্য, সম্প্রতি কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি পালিয়ে যায়। শনিবার (২৯ আগস্ট) পর্যন্ত তাকেও আটক করা সম্ভব হয়নি।

Share.