অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান রাজনৈতিক কার্যালয়ে ট্যাংক হামলা চালিয়েছে ইসরাইল। গাজার সীমান্ত থেকে বেলুন দিয়ে হামলার পরপরই রোববার (৩০ আগস্ট) হামাসের স্থাপনায় আঘাত হানে ইসরাইলি বাহিনী।
ইসরাইলের সামরিক বাহিনীর এক মুখপাত্রের দাবি, গাজা থেকে শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে বেলুনে অগ্নিসংযোগ করে হামলা চালিয়েছে হামাসের সদস্যরা।উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে জানিয়েছে, অবরুদ্ধ গাজার খান ইউনূস এবং দেইর আল বালাহ’র দিকে কামান দিয়ে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
তেল আবিব বলছে, হামসের হামলার ফলে ইসরাইলের দক্ষিণাঞ্চলের ৪ শতাধিক স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে।
একে ফিলিস্তিনিদের উপর দমন-পীড়ন এবং ইসরাইলি দখলদারিত্বের প্রতিবাদেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। একইসঙ্গে গাজার অবরোধ ভাঙতেই এই প্রতিবাদ বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘ এক দশকের বেশি সময় গাজাকে অবরোধ করে রেখেছে ইসরাইল। এর প্রতিবাদে বিভিন্ন সময় ইসরাইলি সীমান্তে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এতে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লে হতাহত হন অনেকে ফিলিস্তিনি।