ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় ডুবে আছে শতাধিক বাস

0

ঢাকা অফিস: ঢাকার ধামরাই উপজেলায় পানিতে ডুবে আছে হাজার কোটি টাকায় কেনা একটি পরিবহন কোম্পানির বহু যাত্রীবাহী বাস। পরিত্যক্ত অবস্থায় পানিতে ডুবে থাকা বাসের মূল্যবান যন্ত্রাংশ চুরি হচ্ছে। দূরপাল্লার পরিবহনে যুক্ত থাকা শতাধিক এসি ও নন এসি চেয়ার কোচ এভাবে দীর্ঘদিন ধরে ফেলে রাখায় কৌতুহলী হয়ে উঠেছেন স্থানীয়রা। বিষয়টিতে রহস্যের আঁচ পাচ্ছেন কেউ কেউ।স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ধরেই ধামরাইয়ের শরিফবাগে ভাড়া করা ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় দেখা যাচ্ছে শতাধিক এসি ও নন এসি চেয়ার কোচ। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব যানবাহনগুলো থেকে চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ।গণপরিবহনের সংকটের মধ্যে এভাবে দীর্ঘদিন ধরে অসংখ্য এসি ও নন এসি চেয়ার কোচ পরিত্যক্ত অবস্থায় বিনষ্ট হওয়াকে জনগণের অর্থের শ্রাদ্ধ বলে মনে করছেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, রুট পারমিট ও খেলাপি ব্যাংক ঋণসহ নানা জটিলতার কারণে কেয়া পরিবহনের এসি ও নন এসি বাসগুলো চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে এসব গাড়ি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখায় চালক, হেলপার ও সুপারভাইজারসহ পরিবহন শ্রমিকদের অনেকেই বেকার হয়ে পড়েছেন। এ ব্যাপারে কেয়া পরিবহনের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কোম্পানি ক্রমাগত লোকসানের মুখে থাকায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আরো কিছু জটিলতার কারণে গাড়িগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় তা অকেজো হয়ে পড়েছে।’
Share.