ইসরায়েল কসোভোকে স্বীকৃতি দিলে জেরুজালেমে দূতাবাস সরাবে না সার্বিয়া

0

ডেস্ক রিপোর্ট: কসোভোকে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে ইসরায়েল স্বীকৃতি দিলে তেলআবিবের সম্পর্ক খারাপ হতে পারে জানিয়েছে সার্বিয়া। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট এমন খবর প্রকাশ করেছে।যদিও কয়েকদিন আগে ট্রাম্পের উপস্থিতি হোয়াইট হাউজে একটি চুক্তিতে সম্মত হয় সার্বিয়া ও কসোভো। এর ফলে উভয় দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে বলে ধারণা করা হয়েছিল। ওই সূত্র জানিয়েছে, ইসরায়েল যদি কসোভোকে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে জেরুজালেমে দূতাবাস সরাবে না সার্বিয়া। ইসরায়েলের এমন পদক্ষেপের ফলে ইসরায়েল ও সার্বিয়া গভীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং এটা কখনই আগের মতো হবে না। এটা সোজা কথা। সূত্রটি আরও জানায়, ইসরায়েল যদি কসোভো স্বীকৃতি দেয় তাহলে এটা অনেকটা এককভাবে ‘ফিলিস্তিনকে’ স্বীকৃতি দেয়া দেশগুলোর মতো হবে। উল্লেখ্য, ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। কিন্তু বেলগ্রেড কসোভোকে তাদের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল মনে করে। সার্বিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে এমন মনে আশঙ্কায় এক দশকের বেশি সময় ধরে কসোভোকে স্বীকৃতি দেয়া থেকে বিরত ছিল ইসরায়েল।

Share.