ঢাকা অফিস: সারা বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসার) শিক্ষকগণকে নিয়ে আগামী মাসের ৫ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ সোমবার ‘জাতীয় শিক্ষক দিবসে’ বাংলাদেশ শিক্ষক সমিতি – নজরুল ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরাম কর্তৃক জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র জনাব নজরুল ইসলাম রনি এতে সভাপতিত্ব করবেন। উল্লেখ্য যে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকগণ দীর্ঘকাল ব্যাপী চরম বেতন বৈষম্য, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, গ্রেডিং বৈষম্য, গৃহঋণ সহ অসংখ্য বৈষম্যের শিকার। বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশের শিক্ষকগণ মনে করেন একমাত্র জাতীয়করণের মাধ্যমে এ সকল সমস্যার সমাধান সম্ভব। তাই আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবসে’ এক দফা দাবি নিয়ে মহাসমাবেশ করবে বাশিস। জাতীয়করণই হবে একমাত্র দাবী। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাশিস-নজরুল এর সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, ইতিমধ্যেই আমরা ৬৪ জেলার মান্যবর জেলা প্রশাসকগণের মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষকদের প্রাণের দাবি জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পেশ করেছি। চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করে আমাদের ৫ অক্টোবরের শিক্ষক সমাবেশটি করার জন্য। তিনি বলেন, আশা করছি যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকলে মহাসমাবেশটি সফল করবেন। মহাসচিব মেসবাহুল ইসলাম প্রিন্স বলেন, আমরা ৫ অক্টোবরের শিক্ষক মহাসমাবেশ সফল করার সকল প্রস্তুতি নিচ্ছি। সকল সংগঠনকে ইতিমধ্যেই আমাদের সাথে যোগদানের অনুরোধ জানিয়েছি। আশা করছি শিক্ষক সমাজের বৃহত্তর স্বার্থে কেউ দূরে থাকবে না। সকলে স্বইচ্ছায় অংশগ্রহণ করে জাতীয়করণের দাবি তুলবে। এছাড়াও সংগঠনটির যুগ্ম মহাসচিবগণ ও অন্যান্য নেতৃবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবসের দিনে মহাসমাবেশটি সফল করার জন্য। নেতৃবৃন্দ এ সময় স্কুল, কলেজ ও মাদ্রাসা শাখার সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ অক্টোবর উপস্থিত হয়ে সমাবেশটি সফল করার আহবান জানান।
জাতীয়করণের দাবিতে ৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ
0
Share.