অর্থনৈতিক মন্দার কবলে আয়ারল্যান্ড

0

ডেস্ক রিপোর্ট: অবশেষে আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক মন্দার ঘোষণা দিল আইরিশ সরকার। অর্থনীতি সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেলগুলো খুলে দেয়া হয়েছিলো আগেই। এ মাসে খুলে দেয়া হবে পানশালাগুলোও। এদিকে, শেষ দু’ মাসে করোনার সংক্রমণ কম থাকলেও গেল দু সপ্তাহ থেকে সংক্রমণের হার বেড়েই চলছে। করোনা মহামারির পর থেকেই আয়ারল্যান্ডে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছিলেন বিশ্লেষকরা। শেষ পর্যন্ত তাদের আশঙ্কাই সত্য হলো। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে বেকারত্বের হার। আর এর চাপ পড়েছে অর্থনীতির ওপর। দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা না এলে বর্তমান মন্দা দ্রুত কাটিয়ে উঠা সম্ভব। তবে আবারো লকডাউন দেয়া হলে, মন্দা কাটিয়ে উঠতে কয়েক বছর লাগতে পারে আশঙ্কা সংশ্লিষ্টদের। এদিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা এখনো বহাল রেখেছে আইরিশ সরকার। বিশ্ব অর্থনৈতিক মন্দার ঢেউ এসে আঁচড়ে পড়েছে আটলান্টিকের তীরের এ দেশটিতে। ক্ষুদ্র জনসংখ্যার আয়াল্যান্ডের এ মন্দা কাটাতে নিচ্ছে নানা পদক্ষেপ। দ্রুত এ পদক্ষেপের সফলতায় উজ্বল এক অর্থনীতি দেখার অপেক্ষায় এখানকার নাগরিকরা।

Share.