সুশান্ত স্মরণে বাংলাদেশ থেকে গাইছেন সাব্বির-মৌসুমী

0

 বিনোদন ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্মরণে ‘রিমেম্বারিং সুশান্ত’ শিরোনামে একটি ভারতীয় আয়োজনে সংগীত পরিবেশন করছেন বাংলাদেশের সংগীতশিল্পী সাব্বির জামান ও আয়েশা মৌসুমী। ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা, ইতিহাস, ভ্রমণসহ বিভিন্ন উৎসবের অনলাইন বিশ্বকোষ ‘ই-সংস্কৃতি’র আয়োজনে তাঁদের ফেসবুকে আজ শনিবার বাংলাদেশ সময় সাড়ে ৬টায় তাঁরা সুশান্তের সিনেমার গান গাইবেন। এ প্রসঙ্গে সাব্বির জামান বলেন, “ভারতের একাধিক শিল্পী এ আয়োজনে অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে আমি আর আয়েশা মৌসুমি গাইছি। আমি সুশান্তের ‘কেদারনাথ’ সিনেমার ‘কাফি রানা’ গানটি গাইব। আমার সঙ্গে গাইবেন মৌমিতা হাজরা নামের একজন ভারতীয় শিল্পী। ভিনদেশের এমন আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লাগছে।” জানা গেছে, আয়েশা মৌসুমী গাইবেন সুশান্তের ‘পিকে’ সিনেমার ‘চার কদম’ গানটি। এই আয়োজনে বাংলাদেশের কিছু ড্যান্স গ্রুপও অংশ নিচ্ছে। আর আয়োজনের বাংলাদেশ অংশের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন শারমিন নাহার লিনা।গেল ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে কী কারণে সুশান্ত আত্মহত্যা করেছেন, সেই রহস্য এখনো কাটেনি।

Share.