ঢাকা অফিস: করোনাভাইরাসে সারাদেশে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। সব মিলিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮০২ জনে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭২৪ জন আর এযাবত মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬৪৮টি নমুনা সংগ্রহ হয়। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি।
বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৩, আক্রান্ত ১৭২৪
0
Share.