শেষ মুহূর্তের গোলে জয়ে ফিরল পিএসজি

0

স্পোর্টস ডেস্ক: নতুন মৌসুমে লিগ ওয়ানে শুরুটা ভালো হয়নি প্যারিসের ক্লাব পিএসজির। শুরুর প্রথম দুই ম্যাচেই হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। গতকাল বুধবার মেসের বিপক্ষেও হোঁচট খেতে বসেছিল তারা। তবে শেষ মুহূর্তে ইউলিয়ান ড্রাক্সলারের একমাত্র গোলে রক্ষা পায় পিএসজি।গতকাল ঘরের মাঠে মেসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। লিগে মাত্র একটি জয়ে ৩ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে আছে শিরোপাধারীরা। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে রেনে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে মোনাকো। তিনে থাকা লিঁলের পয়েন্টও ৭।নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লঁসের কাছে হারে পিএসজি। এরপর ধাক্কা খায় মার্শেইয়ের বিপক্ষে। পরপর হোঁচট খাওয়ার পর তৃতীয় ম্যাচেও চেনা ছন্দে ছিল না তারা।গতকাল ম্যাচের ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও প্রতিপক্ষকে পরীক্ষায় ফেলতে পারেনি পিএসজি। দ্বাদশ মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পায় দলটি। অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রসে হেড নেন মাউরো ইকার্দি। কিন্তু ক্রসবারের ওপর দিয়ে গেলে সেই যাত্রায় গোলহীন থাকে পিএসজি।ম্যাচের ৬৫ মিনিটে আরেকটি ধাক্কা খায় পিএসজি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আবদু দিয়ালো। এরপর ম্যাচ গড়াতে থাকে ড্রয়ের দিকে।শেষ পর্যন্ত ইনজুরি সময়ে পিএসজি শিবিরে স্বস্তি ফেরান  ড্রাক্সলার। দারুণ হেডে দলকে মৌসুমের প্রথম জয় উপহার দেন এই জার্মান মিডফিল্ডার।

Share.