৭২তম এমি অ্যাওয়ার্ডস : বিজয়ী হলেন যাঁরা

0

বিনোদন ডেস্ক: হলিউডের টেলিভিশনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার এমি অ্যাওয়ার্ড। রোববার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল এবারের ৭২তম আসর। প্রায় ফাঁকা মিলনায়তনে ৫২ বছর বয়সী জিমি কিমেলের উপস্থাপনায় এবার মনোনীত ও বিজয়ী সবাই যুক্ত ছিলেন অনলাইনে।এবারের ৭২তম এমি অ্যাওয়ার্ডে মাত্র ২৪ বছর বয়সে এইচবিওর ‘ইউফোরিয়া’ সিরিজে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়ে ইতিহাস গড়েছেন জেন্ডায়া। এ ছাড়া কমেডি সিরিজ হিসেবে পপ টিভির শিট’স ক্রিক ৯টি পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েছে। চলুন, জেনে নেওয়া যাক ৭২তম এমি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যাঁরা।

সেরা ড্রামা সিরিজ : সাকসেশন

সেরা লিমিটেড সিরিজ : ওয়াচমেন

সেরা কমেডি সিরিজ : শিট’স ক্রিক

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) : জেরেমি স্ট্রং (সাকসেশন)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : জেন্ডায়া (ইউফোরিয়া)

সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ) : বিলি ক্রুডুপ (দ্য মর্নিং শো)

সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ) : জুলিয়া গার্নার (ওজার্ক)

সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : ইউজিন লেভি (শিট’স ক্রিক)

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : ক্যাথেরিন ও’হারা (শিট’স ক্রিক)

সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ) : ড্যান লেভি (শিট’স ক্রিক)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ) : অ্যানি মারফি (শিট’স ক্রিক)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ/মুভি) : মার্ক রাফেলো (আই নো দিস মাচ ইজ ট্রু)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি) : রেজিনা কিং (ওয়াচমেন)

সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ) : ইয়াহিয়া আব্দুল-মতিন দ্বিতীয় (ওয়াচমেন)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ) : উজু আদুবা (মিসেস আমেরিকা)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ) : অ্যান্ড্রিজ পারেখ (সাকসেশন)

সেরা পরিচালক (কমেডি সিরিজ) : অ্যান্ড্রু সিভিডিনো ও ড্যান লেভি (শিট’স ক্রিক)

সেরা পরিচালক (লিমিটেড সিরিজ) : মারিয়া শ্রেডার (আনঅর্থোডক্স)

সেরা চিত্রনাট্যকার (ড্রামা সিরিজ) : জেসি আর্মস্ট্রং (সাকসেশন)

সেরা চিত্রনাট্যকার (কমেডি সিরিজ) : ড্যান লেভি (শিট’স ক্রিক)

সেরা চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ) : ডেমন লিন্ডেলফ (ওয়াচমেন)

সেরা কম্পিটিশন অনুষ্ঠান : রুপল’স ড্রাগ রেস (ভিএইচওয়ান)

সেরা ভ্যারাইটি টক সিরিজ : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

Share.