ডেস্ক রিপোর্ট: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করে এক লেখায় নগ্ন উন্মাদ বলে আখ্যায়িত করায় দুর্নীতির অভিযোগে দেশটির এক বিলিয়নিয়ার ব্যবসায়ীকে ১৮ বছরের জেল দেওয়া হয়েছে। বিবিসির খবরে এমনটি জানানো হয়।দেশটির এক আদালত আজ মঙ্গলবার ওই আবাসন ব্যবসায়ীকে ১৮ বছরের কারাদণ্ডাদেশ দেন।চীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একসময় খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মন্ত্রণালয়ের কর্মকর্তার ব্যবসায়ী সন্তান রেন ঝিকিংয়ের। মার্চ মাসে দেশটিতে করোনাভাইরাস মোকাবিলা ব্যবস্থা নিয়ে প্রেসিডেন্ট শির সমালোচনা করার পর থেকে নিরুদ্দেশ হন। তবে সমালোচনার ভাষা ছিল ইঙ্গিতপূর্ণ। সরাসরি চীনা প্রেসিডেন্টের নামও নেননি। চায়না ডিজিটাল টাইমসের তথ্যমতে, শি জিনপিংয়ের একটি করোনা ব্রিফিংয়ের পর এক নিবন্ধে রেন ঝিকিং লেখেন, ‘আমি খুবই আগ্রহ নিয়ে এবং সচেতনভাবে ব্রিফিংয়ের বক্তব্য পর্যবেক্ষণ করেছি। আমি আসলে কোনো সম্রাটকে তাঁর নতুন পোশাক নিয়ে আড়ম্বর করতে দেখিনি, যা দেখেছি তা হলো একজন নগ্ন উন্মাদ নিজেকে সম্রাট হিসেবে টিকিয়ে রাখতে কসরত করে যাচ্ছে।’পরে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। জনগণের প্রায় এক কোটি ৬৩ লাখ ডলার মেরে খাওয়া, ঘুষ নেওয়া এবং ক্ষমতার অপব্যবহার করাসহ রেনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগের মামলার রায়ে তাঁকে ১৮ বছরের শাস্তি দেন বেইজিংয়ের একটি আদালত। পাশাপাশি ৪২ লাখ ইউয়ান, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি ২৫ লাখ টাকার বেশি জরিমানা করা হয়।বিচার পর্যবেক্ষকদের তথ্যের ভিত্তিতে বিবিসি জানায়, চীনের আদালতে দুর্নীতিবিষয়ক অভিযোগগুলোতে দোষীদের দোষ স্বীকারের হার প্রায় ৯৯ শতাংশ। রেনের বিরুদ্ধের মামলায় আদালতের দেওয়া রায়েও বলা হয়েছে, রেন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেছেন। শাস্তিও মেনে নিয়েছেন।
শি জিনপিংকে ‘নগ্ন উন্মাদ’ বলা বিলিয়নিয়ার ব্যবসায়ীর ১৮ বছরের জেল
0
Share.