ডেস্ক রিপোর্ট: সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই পদত্যাগ করেছেন লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুস্তাফা আদিব। শনিবার এক টেলিভিশন ভাষণে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি।আদিব বলেন, প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের পর তিনি ‘সরকার গঠনের কাজ’ থেকে সরে দাঁড়াচ্ছেন। এর আগে নির্দলীয় একটি মন্ত্রিসভা গঠনের চেষ্টা করেছিলেন আদিব। তবে মন্ত্রিসভা বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কে পালন করবে তা নিয়ে জটিলতা তৈরি হয়। লেবাননের শিয়া সংখ্যাগরিষ্ঠ দুটি পার্টির দাবির কারণে মন্ত্রিসভা গঠন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং তাদের মিত্র আমাল মুভমেন্ট মন্ত্রিসভায় শিয়া মন্ত্রীর দাবি জানাচ্ছে।
পদত্যাগ করলেন লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
0
Share.