ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে শূন্য বিচারক পদে রক্ষণশীলদের পছন্দের অ্যামি কনি ব্যারেটের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পছন্দ সিনেটে পাস হয়ে গেলে অ্যামিই হবেন ট্রাম্প মনোনীত যুক্তরাষ্ট্রের তৃতীয় বিচারপতি। শনিবার আনুষ্ঠানিকভাবে অ্যামির নাম ঘোষণা করেন ট্রাম্প। এসময় অ্যামিকে ‘অতুলনীয় সাফল্যের অধিকারী নারী’ হিসেবে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যারেটের নিয়োগ সিনেটের ভোটে নিশ্চিত হলে তিনিই প্রয়াত বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন। ৪৮ বছর বয়সী অ্যামি শেষ পর্যন্ত সিনেটের পরীক্ষায় পাস করলে দেশটির সর্বোচ্চ আদালতে ৬-৩ এ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে রিপাবলিকানরা। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট কাভানফকে বিচারক হিসেবে নিয়োগ দেন ট্রাম্প।
রক্ষণশীল বিচারপতি অ্যামি কনিকে মনোনয়ন দিলেন ট্রাম্প
0
Share.