আত্রাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি, ব্রিজ হুমকিতে

0

 ঢাকা অফিস: নওগাঁর আত্রাইয়ে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বিপদসীমার প্রায় ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আত্রাইয়ের আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এদিকে, বেরিবাঁধের কয়েকটি ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে উপজেলার বিলাঞ্চলে। বিশেষ করে উপজেলার জাতআমরুল নামক স্থানের ভাঙন দিয়ে প্রবলবেগে পানি ঢোকায় আহসানগঞ্জ হাটের প্রবেশ মুখে ব্রিজের উইংওয়াল ও সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে। আত্রাই-ভবানীগঞ্জ সড়কের উপর নির্মিত এ ব্রিজ ভেঙে পড়লে বিভাগীয় শহর রাজশাহীর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে দুর্ভোগের শিকার হবে এলাকার হাজার হাজার মানুষ। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী জানান, ব্রিজের পরিস্থিতি খুবই ভয়াবহ। যেকোন সময় ধসে পড়তে পারে। দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসন এবং নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে বলেও তিনি জানান।নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, ‘এ ব্রিজ ভেঙ্গে এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা হবে। এর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলেই ঠিকার কাজ শুরু করবেন। আপাতত ব্রিজটি রক্ষা করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য আমরা ব্যাবস্থা নিয়েছি।’

Share.