রায়ে আমরা খুশি, আল্লাহর শুকরিয়া: রিফাতের বাবা

0

ঢাকা অফিস: নিজের ছেলেকে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার মামলার রায় শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন বরগুনার রিফাত শরীফের বাবা এবং মামলাটির বাদী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল হালিম দুলাল শরীফ সাংবাদিকদের বলেন, ‘আমি ও আমার পরিবারের সবাই এই রায়ে অত্যন্ত খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’ বুধবার দুপুরে দেশজুড়ে আলোচিত এই মামলাটির রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছে আদালত। রায়ের পর রিফাতের বাবা বলেন, ‘আমি কৃতজ্ঞ। সঠিক বিচার পাবো বিশ্বাস ছিল। আমি ও আমার পরিবার সবাই খুশি। যারা এই রায়ের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমি চাইনি কোনো নিরাপরাধ মানুষ কষ্ট পাক। যদি নিরপরাধ কেউ শাস্তি পান, তাহলে তাদের পরিবার আমার ছেলের জন্য বদদোয়া করবেন, এটা আমি চাই না।’ ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। ঘটনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করেন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

Share.