শনিবার, নভেম্বর ২৩

ব্রিটেনে আলডি’র নিয়োগ ৪ হাজার, যুক্তরাষ্ট্রে ডিজনির ছাঁটাই ২৮ হাজার

0

ডেস্ক রিপোর্ট: করোনা মহামারিতে বিক্রি বাড়ছে জার্মান সুপারমার্কেট জায়ান্ট আলডির। কাজের চাপ সামালদিতে ব্রিটেনে কোম্পানিটি নতুন করে ৪ হাজার কর্মী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।  প্রতিবেদনে বলা হয়, আগামী ২ বছরের মধ্যে দেশটিতে অন্তত একশটি নতুন স্টোর চালুরও ঘোষণা দিয়েছে আলডি।  অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিজেদের থিম পার্ক বিভাগের অন্তত ২৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। বিশ্বের সবচেয়ে বড় বিনোদন পার্কটি ক্ষতি সামলে নিতে জুলাইয়ে করোনা লকডাউন খানিক শিথিলের সুযোগ নিয়ে কার্যক্রম চালু করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্ষতির হাত থেকে রক্ষা তো হয়ইনি বরং এখন আখের গোছানোর দিকে হাঁটতে হচ্ছে কোম্পানিকে। এএফপির আলাদা প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন ক্রমাগত ক্ষতির অংক বাড়তে থাকায় অন্তত ২৮ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং গ্রহক চাহিদা কমতে থাকায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে এক বিবৃতিতে জানায় ডিজনির মালিক প্রতিষ্ঠান দিম মাউস হাউজ। অন্যদিকে বিশ্বের বিনোদন পার্কগুলো কবে নাগাদ স্বাভাবিকভাবে ব্যবসায় করার পরিবেশ পাবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তাই ছাঁটাইসহ নানাভাবে খরচ কমানোর পথে হাঁটছে প্রতিষ্ঠানগুলো। ডিজিনি পার্কের এক্সপারিয়েন্সেস অ্যান্ড প্রডাক্টসের চেয়ারম্যান জশ ডি’আমারো বলেন, ছাঁটাইয়ের সিদ্ধান্ত সত্যিই কঠিন। তবে আমরা বিশ্বাস করি, এ পদক্ষেপ স্বাভাবিক সময়ে আমাদের আরো কার্যকর ও সুচারুভাবে কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। ছাঁটাইকৃত কর্মীদের মধ্যে দুই-তৃতীয়াংশ খণ্ডকালীন। লস অ্যাঞ্জেলেসের কাছে আনাহেইমে ডিজনিল্যান্ডে প্রতি বছর কোটি পর্যটকের সমাগম হয়। পর্যটক সমাগমের দিক থেকে অরল্যান্ডোয় ওয়াল্ট ডিজনির দি ম্যাজিক কিংডমের পরই রয়েছে আনাহেইমের ডিজনিল্যান্ডের অবস্থান। কিন্তু ফ্লোরিডা, টোকিও, হংকং, সাংহাই ও প্যারিসের ডিজনি থিম পার্ক খুললেও, করোনা বিধিনিষেধের কারণে আনাহেইম রিসোর্ট এখনো পুনরায় খুলতে পারেনি।  এ বিষয়ে ডি’আমারো বলেন, বিধিনিষেধ তুলে নেয়ার ক্ষেত্রে অনিচ্ছার কারণেই ক্যালিফোর্নিয়ায় ডিজনিল্যান্ড খোলা যাচ্ছে না। মূলত জুলাইয়ে খোলার কথা থাকলেও করোনার সংক্রমণ বৃদ্ধিতে তা পিছিয়ে দেয়া হয়েছে।অন্যদিকে, খাদ্য ও অন্যান্য গৃহস্থালি পণ্য বিক্রিতে চাঙ্গা ভাবের পরিপ্রেক্ষিতে ব্রিটেনের অন্যান্য সুপারমার্কেট ও রিটেইল চেইন যখন কর্মী নিয়োগের ঘোষণা দিচ্ছে তখন এ ঘোষণা দিল ইউরোপীয় সুপারমার্কেট জায়ান্টটি। এক বিবৃতিতে আলডি জানায়, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে আলডির ৩৬ হাজার কর্মী কাজ করছে। চলতি বছরেই তিন হাজার নতুন কর্মী নিয়োগ দিয়েছে তারা। নতুন ও নবায়নকৃত স্টোরে আগামী দুই বছরের মধ্যে ১৩০ কোটি পাউন্ড বা ১৭০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি করেছে আলডি। এ পরিকল্পনার ফলে আগামী বছরে চার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ২০১৯ সালে ব্রিটেনে আলডির বিক্রি ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৩০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। ২০১৮ সালে এ বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ১৩০ কোটি পাউন্ড। গত বছর কোম্পানিটির কর-পূর্ব মুনাফা ৪৯ শতাংশ বেড়ে ২৭ কোটি ১৫০ লাখ পাউন্ডে দাঁড়িয়েছিল।

Share.