করোনায় জরুরি অবস্থার মেয়াদ বাড়াল ইতালি

0

ডেস্ক রিপোর্ট: ইতালিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হচ্ছে। ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত জরুরি অবস্থা থাকবে বলে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন। এতে করোনা পরিস্থিতিতে ইতালির জরুরি অবস্থার মেয়াদ টানা এক বছর পূর্ণ হবে।গত একদিনে ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত আড়াই হাজার মানুষ। মনফালকন শহরে করোনায় মারা গেছেন একজন বাংলাদেশি।ইউরোপজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। তুলনামূলকভাবে ইতালির করোনা পরিস্থিতি ভালো। কিন্তু বাংলাদেশি কমিউনিটিতে আক্রান্তের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। ইতালির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মনফালকনে একজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেন। এ নিয়ে ইতালিতে ১৬ জন বাংলাদেশি করোনায় মারা গেলেন। বাংলাদেশের প্রবাসীদের আরও সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন কমিউনিটি ব্যক্তিরা।শতশত বাংলাদেশি আক্রান্ত হওয়ার পেছনে নিজেদের গাফিলতি এবং অতিমাত্রায় সভা-সমাবেশকে দায়ী করছেন সচেতন প্রবাসীরা।

Share.