লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা: ৯ ভিক্টিমকে উদ্ধার করলো সিআইডি

0

ডেস্ক রিপোর্ট: গত ২৮ মে লিবিয়ার ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গুলিবিদ্ধ হওয়া ৯ ভিক্টিমকে উদ্ধার করে নিয়ে এসেছে পুলিশের অপরাধ তদন্ত  বিভাগ (সিআইডি)। আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে এ তথ্য জানায় সিআইডি’র মিডিয়া উইং। ব্রিফিং করেন সিআইডির ডিআইজি আব্দুল্লাহেল বাকী। তিনি বলেন, এ ঘটনায় পলাতক আসামিদের তথ্য এবং ছবি প্রকাশ করে ইন্টারপোলে রেড এলার্ট জারি করা হচ্ছে। সিআইডি জানায়, লিবিয়া থেকে ৯ ভিক্টিমকে উদ্ধার করে নিয়ে আসা গেলেও ৩ ভিক্টিমকে এখনো আনা সম্ভব হয়নি। সিআইডি মিডিয়া সেন্টারে পাচারের বর্ণনা দেন উদ্ধারকৃত ভিক্টিম জানু মিয়াঁ ঘটনাটি ঘটিয়েছিল একদল মানব পাচারকারী ও তাদের স্বজনরা। ওই ঘটনায় ৪ আফ্রিকান অভিবাসীও নিহত হয়েছিলো। ওই ঘটনার পর বেঁচে যাওয়া একজনের বরাতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, উন্নত জীবিকার সন্ধানে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ায় দুর্গম পথ পাড়ি দিচ্ছিলেন ৩৮ বাংলাদেশি। বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে মানবপাচারকারীরা তাদের ত্রিপোলি নিয়ে যাচ্ছিল। ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ওই দলটি লিবিয়ার মিলিশিয়া বাহিনীর হাতে জিম্মি হয়। তখন পাচারকারীরা আরও টাকা দাবি করে। সেখানে আফ্রিকার মূল পাচারকারীকে মেরে ফেলা হলে তার পরিবার এবং বাকি পাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ৩০ জনকে হত্যা করে, ঘটনায় আরও ১১ জন আহত হন। এ হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর বাংলাদেশে মানবপাচারকারীদের ধরতে মাঠে নামে আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা বাহিনী। একের পর এক ঘটনা উদঘাটনের সঙ্গে সঙ্গে মামলা দায়ের এবং মানব পাচারে জড়িতদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সদরদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধ শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে।

Share.