বাংলাদেশে করোনায় আরও ২৩ মৃত্যু, নতুন শনাক্ত ১১২৫

0

ঢাকা অফিস: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৪৮ জনে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১২৫ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬৮ হাজার ৬৯০ জন।রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪ জনের। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ২৩ জন মারা গেছেন তার মধ্যে ১৭ জন পুরুষ, ছয়জন নারী। ২২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, একজনের বাড়িতে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন এক হাজার এক হাজার ৫৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের সপ্তম মাস চলছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে পঞ্চদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।

Share.