ঢাকা অফিস: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪৪০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৫২০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৭৩ হাজার ১৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৭৯৮ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৮৬ হাজার ৬৩১ জন করোনা থেকে সুস্থ হলো। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে ১৩ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৮৮টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল। ২৪ ঘণ্টায় নতুন ৩৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৫ ও নারী ১০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ২০০ জন ও নারী এক হাজার ২৪০ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন ও ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন।২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। এদের ভেতরে ৩৪ জন হাসপাতালে ও বাড়িতে একজন মৃত্যুবরণ করেছে।দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১৩ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
করোনায় ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫২০ : স্বাস্থ্য অধিদপ্তর
0
Share.