মেসির গোলে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

0

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের কাতার বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দারুণ করল আর্জেন্টিনা। দীর্ঘ এক বছর পর খেলতে নেমে ইকুয়েডরের বিপক্ষে প্রত্যাশিত জয়ে উড়ন্ত সূচনা করেছে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি। বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।ম্যাচটি হওয়ার কথা ছিল গত মে মাসে। কিন্তু নভেল করোনাভাইরাসের প্রভাবে কয়েক দফা পিছিয়ে এবার অনুষ্ঠিত হলো। মে মাসে হলে ম্যাচটিতে খেলতে পারতেন না মেসি। কোপা আমেরিকা নিয়ে মন্তব্য করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন অধিনায়ক। দেরিতে হওয়ায় খেলতে পেরেছেন তিনি। খেলতে নেমেই জয়ের নায়ক হয়েছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।দুদলই দীর্ঘদিন পর মাঠে নেমেছে। তবে লড়াইপূর্ণ ম্যাচ উপহার দিতে পারেনি কেউ। প্রথমার্ধেই জালের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১৩ মিনিটে ডি-বক্সে সেভিয়া মিডফিল্ডার লুকাস ওকাম্পোসকে ডিফেন্ডার পের্ভিস এস্তুপেনার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টির সুযোগ পেয়ে স্পট কিকে বল জালে পাঠান মেসি।এরপর ছন্দে ছিল না দুদল। পুরো ম্যাচে প্রতিপক্ষের পোস্টে মাত্র আটবার আক্রমণে যায় আর্জেন্টিনা। এর মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যভেদ হওয়ার মতো। অন্যদিকে মাত্র দুবার আক্রমণে যায় ইকুয়েডর। একটিও লক্ষ্যভেদ হওয়ার মতো ছিল না। শেষ পর্যন্ত আর কোনো গোল না এলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।বিশ্বকাপের বাছাইপর্বে দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। ঘরের মাঠে লুইস সুয়ারেজ ও ম্যাক্সি গোমেজের গোলে চিলিকে ২-১ গোলে হারিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে নিজেদের ঘরের মাঠে পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ে।

Share.