সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার অবনতি

0

ঢাকা অফিস: করোনায় আক্রান্ত কলকাতার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শুক্রবার রাতে তাঁকে কলকাতার বেলভিউ নার্সিংহোমের আইটিইউতে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে শনিবার সকালে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে জানিয়েছে, ৮৫ বছর বসয়ী এই অভিনেতা রোগের বিভ্রান্তিমূলক পর্যায়ে থাকায় তাঁকে আইটিইউতে নেওয়া হয়েছে। পিটিআইকে হাসপাতালটির একজন ডাক্তার জানিয়েছেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় করোনার সঙ্গে আরো বেশ কিছু রোগে ভুগছেন। সে কারণে তাঁর রোগ জটিল পর্যায়ে গেলে তাঁকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইটিইউতে স্থানান্তর করেছি। তাঁর আরো যত্ন দরকার।’সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৫৯ সালে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। এরপর তিনি সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ১৪টিতে অভিনয় করেছেন। কবি ও আবৃত্তিশিল্পী হিসেবেও তিনি বেশ পরিচিত।

Share.