ঢাকা অফিস: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে যেন করোনাভাইরাস হানা দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এছাড়া মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদসহ আরও চারজনের দেহে অদৃশ্য এই ভাইরাসটির সংক্রমণের খবর পাওয়া গেছে। সোমবার সকালে উত্তর সিটির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। মেয়র ও তার এপিএস-২ ছাড়া আরও যাদের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে তারা হলেন উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, নবনিযুক্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক। ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি করপোরেশনের দুইজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাও কোভিড আক্রান্তের খবর জানা গেছে।এছাড়া করপোরেশনের আরও বেশ কয়েকজন কর্মকর্তা রবিবার কোভিড পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তাদের মধ্যে কেউ আক্রান্ত আছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উত্তরের নগর ভবনে করোনার হানা, মেয়রসহ আক্রান্ত ৫
0
Share.