সরকারি দপ্তরে দৈনিক ভিত্তিতে শ্রমিকের মজুরি একশ টাকা বাড়ছে

0

ঢাকা অফিস: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে দৈনিক ভিত্তিতে শ্রমিকদের মজুরি হার একশ টাকা বেড়েছে। বুধবার (১৪ অক্টোবর) অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আদেশ জারি তারিখ থেকে এই টাকার হার কার্যকর হবে। অর্থ বিভাগের আদেশে জানানো হয়েছে, দৈনিক ভিত্তিতে শ্রমিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং সংস্থার নিজ নিজ বাজেট বরাদ্দ থেকে দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিকদের ব্যয় করতে হবে। এই ব্যয়ে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে। সিটি কর্পোরেশন এলাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে দক্ষ শ্রমিকদের বেতন পাঁচশ থেকে ছয়শ টাকা এবং অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে সাড়ে চারশ থেকে সাড়ে পাঁচশ টাকা করা হয়েছে। জেলা ও উপজেলায় নিয়মিত দক্ষ শ্রমিকের দৈনিক মজুরিও সাড়ে সাড়ে চারশ থেকে সাড়ে পাঁচশ করা হয়েছে। অনিয়মিত শ্রমিক দৈনিক মজুরি পাবেন পাঁচশ টাকা। প্রসঙ্গত, ২০১৬ সালে সিটি কর্পোরেশন এলাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে দৈনিক ভিত্তিতে মজুরি দেয়া হয়েছিল পাঁচশ টাকা।

Share.