মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদার গ্রেপ্তার

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা ক্যাপ্টেন সফদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি হোটেল কক্ষের দরজা ভেঙে তাঁকে গ্রেপ্তার করা হয়।পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনার করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। এর জেরেই মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরিয়ম নওয়াজ টুইট করে তাঁর স্বামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।  টুইট বার্তায় মরিয়ম লেখেন, ‘করাচির একটি হোটেলে তাঁরা অবস্থান করছিলেন। সোমবার ভোরে হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাঁদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এরপর পুলিশ তাঁর স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’  যদিও পুলিশ এখনো তাঁকে গ্রেপ্তারের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। এদিকে, ক্ষমতাসীন দল পিটিআই নেতা ও ইমরান সরকারের মন্ত্রী আল জাইদি মরিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারো কক্ষের দরজা ভাঙেনি। মরিয়ম মিথ্যাচার করছেন। উল্লেখ্য, গতকাল রোববার পাকিস্তানের বিরোধী দলগুলোর ইমরানবিরোধী এক বিক্ষোভে যোগ দেন মরিয়ম নওয়াজ। ওই বিক্ষোভে স্লোগান দেন ক্যাপ্টেন সফদার। বিক্ষোভটি হয় একটি সমাধিতে।  পুলিশের অভিযোগ, ওই স্থানে বিক্ষোভ করে সমাধির পবিত্রতা নষ্ট করা হয়েছে। এ কারণে মরিয়ম, সফদারসহ ২০০ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ।

Share.