রবিবার, নভেম্বর ২৪

সাংবাদিক থেকে অভিনেতা হওয়া মাহফুজ আহমেদের জন্মদিন আজ

0

বিনোদন ডেস্ক: মাহফুজ আহমেদ ক্যারিয়ার শুরু করেছিলেন সাংবাদিক হিসেবে। কাজ করতেন ‘পূর্ণিমা’ পত্রিকার বিনোদন বিভাগে। এরপর ১৯৮৯ সালে বিটিভির ধারাবাহিক নাটক ‘কোন কাননের ফুল’-এ ছোট একটি চরিত্রে অভিনয় করেন। তার পর থেকে মাহফুজ বনে গেছেন পুরোদস্তুর অভিনেতা। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে। আজ মাহফুজ আহমেদের জন্মদিন। ১৯৬৭ সালের আজকের দিনে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার জগৎপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। জানা গেছে, এবারের জন্মদিনে বাসাতেই থাকছেন মাহফুজ। ঘরোয়াভাবে ছোট্ট আয়োজনে পালন করছেন জন্মদিন। হুমায়ূন আহমেদের টেলিভিশন নাটকে অভিনয় করে মাহফুজ আহমেদ তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কাজ হলো তার ‘নূরুল হুদা’ চরিত্র। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্র দিয়ে মাহফুজের চলচ্চিত্রে অভিষেক হয়। অভিনয়ের বাইরে একজন প্রযোজকও মাহফুজ আহমেদ। চার বন্ধু মিলে ‘প্লে হাউস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

Share.