স্পোর্টস ডেস্ক: ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল বসছে কাতারে। এই আসরকে সামনে রেখে ইউরোপের বাছাইপর্বের ড্র আগামী ৭ ডিসেম্বর সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এই ঘোষণা দিয়েছে। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে পুরো আয়োজনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে, সেখানে ৫৫টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।’ ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করেই ড্রয়ের সিডিং চূড়ান্ত হবে। শীর্ষ র্যাঙ্কিংয়ে থাকা দেশগুলোকে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হবে। বিশ্বকাপের বাছাইপর্বে ইউরোপের মোট ৫৫টি দেশ অংশ নেবে। এর মধ্যে পাঁচটি গ্রুপে ছয়টি করে এবং বাকি পাঁচটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। ১০টি গ্রুপের শীর্ষ ১০টি দল সরাসরি মূল পর্বে খেলবে। আর তিনটি দেশ প্লে-অফ থেকে সুযোগ পাবে।২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বসছে বিশ্বকাপ ফুটবল। যাতে ইউরোপের ১৩টি দেশ অংশ নেবে।এরই মধ্যে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে খেলা হয়ে গেছে।
ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বের ড্র ডিসেম্বরে
0
Share.